মুসলিম নারীর কীর্তিগাথা
ইসলামের প্রাথমিক যুগের কথা, যখন পুরুষেরা দীনের জন্য তাদের প্রিয় জন্মভূমি ত্যাগ করেছেন, নারীরাও তাদের সাথে তাদের জন্মভূমি ছেড়েছেন। পুরুষরা যখন তাকবিরধ্বনি তুলে শত্রুর বিরুদ্ধে লড়াইয়ে অবতীর্ণ হয়েছেন, নারীরাও তাদের সাথে ‘আল্লাহু আকবার’ বলে শত্রুর উপর ঝাঁপিয়ে পড়েছেন, নজিরবিহীন সাহসিকতা ও বীরত্ব প্রদর্শন করে ইতিহাসের সোনালি পাতায় স্থান করে নিয়েছেন। তারা কঠিন থেকে কঠিনতর পরিস্থিতির মোকাবেলা করেছেন। কষ্ট-ক্লেশ এবং বিপদ-আপদের পাহাড় অতিক্রম করেছেন। আল্লাহর দীন বুলন্দ করার জন্য পুরুষের সাথে তারাও সবটুকু দিয়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাদেরই পদাঙ্ক অনুসরণ করে যুগে যুগে সাহসী ও মহীয়সী মুসলিম নারীরা পরিবার, সমাজ, সভ্যতা, জ্ঞানবিজ্ঞান, সাহিত্য-কাব্য এবং ইসলামের প্রচার-প্রসার ও প্রতিষ্ঠার ক্ষেত্রে যে অবিস্মরণীয় অবদান রেখে পরবর্তী লোকদের জন্য আদর্শ স্থাপন করেছেন, তা মানবেতিহাসে বিস্ময়কর ও বিরল দৃষ্টান্ত। তাদের বদৌলতেই প্রথম যুগে ইসলাম সারা দুনিয়ায় ছড়িয়ে পড়েছিল।
আলোচ্য গ্রন্থটি মূলত বিশ্ববিখ্যাত বুযুর্গ ও অলিয়ে কামেল মাওলানা জুলফিকার আহমদ নকশবন্দি প্রণীত খাওয়াতিনে ইসলাম কী কারনামেঁ উর্দুগ্রন্থের সরল বঙ্গানুবাদ। যুগে যুগে মুসলিম নারীরা কুরআন-সুন্নাহর প্রচার-প্রসার, ইসলামি সমাজ ও সভ্যতা বিনির্মাণ এবং ইসলামের প্রতিষ্ঠার ক্ষেত্রে যে অবিস্মরণীয় কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন, দশটি অধ্যায় ও একটি পরিশিষ্টের বিশাল পরিসরজুড়ে এ গ্রন্থে তারই বর্ণিল চিত্র তুলে ধরা হয়েছে।
গ্রন্থটি অনুবাদ করেছেন মাওলানা শহীদুল ইসলাম ফারুকী সাহেব। আশা করি, পাঠক-সমাজে এটি জনপ্রিয়তা লাভ করবে এবং কাঙ্ক্ষিত খেদমত আনজাম দিতে সক্ষম হবে। আমিন।
বি:দ্র: মুসলিম নারীর কীর্তিগাথা বইটি free pdf download করিতে চাহিয়া লেখকদের নিরুৎসাহিত করিবেন না
Reviews
There are no reviews yet.